Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআরটিএ কার্যালয় থেকে দুই দালাল গ্রেফতার


২৬ নভেম্বর ২০১৮ ১৮:৪৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দুই দালালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রাহক সেবায় অনিয়ম ও দালালের দৌরাত্ম্যের অভিযোগ পেয়ে সোমবার (২৬ নভেম্বর) অভিযান চালানো হয়।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে জানান, দুদক’র হটলাইনে অভিযোগ এলে দুদকের সহকারী পরিচালক মঈনুল হাসান রওশনীরের নেতৃত্বে উপ-সহকারী পরিচালক সোমা হোড় ও দুদকের পুলিশ ইউনিটের সদস্যরা অভিযানে অংশ নেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, আব্দুল কাদের ও রফিকুল ইসলাম। তাদের এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। নিজেদের ‘বিআরটিএ কর্মচারী’ পরিচয় দিয়ে গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়ে লাইসেন্স ও অন্যান্য সেবা দেওয়ার কাজ করত তারা।

দুদক’র জনসংযোগ দফতর থেকে জানা যায়, গ্রাহক হয়রানি ও দালালদের সহযোগিতা করায় ক্যাশিয়ার খান মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে বিআরটিএ। একই অভিযোগে ওই দফতরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য আজিজুল হককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দুদক জানতে পারে, বিআরটিএ’র কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ছত্রছায়ায় থেকে দালালরা স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করত। দালালের খপ্পড়ে পড়ে গ্রাহকরা প্রায়ই আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হতো। অবিলম্বে এসব অনিয়ম দূর করতে বিআরটিএ কর্তৃপক্ষকে তাগিদ দেয় দুদক।

এ প্রসঙ্গে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ বলেন, দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইনে (১০৬) অভিযোগ এলে আমরা অভিযান পরিচালনা করি। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর