Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যোগ দিয়েই বিএনপির প্রার্থী হলেন আ.লীগের গোলাম মাওলা রনি


২৬ নভেম্বর ২০১৮ ১৮:৫১

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ভোটের আগে বিএনপিতে যোগ দিয়েই পটুয়াখালী-৩ আসনে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন আ.লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে এসে তিনি বিএনপিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করেন। এর পরই তার হাতে দলীয় মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়।

বিএনপিতে যোগদানের বিষয়ে রনি বলেন, ‘আমি জেনে বুঝে সজ্ঞানে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিলাম। আমি যতদিন বেঁচে থাকি, দেশ ও জনগণের সেবা করতে চাই। আমৃত্যু এই দলেই থাকব।’

তিনি বলেন, ‘আমরা যারা রাজনীতি করি তাদের ইচ্ছা থাকে সংসদে আসার। আমি যদি নমিনেশন পাওয়ার ইচ্ছা আমার নেই, তাহলে সেটি ভুল হবে। আবার যদি বলি শুধু নমিনেশন নেওয়ার জন্য এসেছি, তাহলেও ভুল বলা হবে। আমি আজীবন বিএনপিতেই থাকতে চাই।

গোলাম মাওলা রনি নবম জাতীয় সংসদে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিককে মারধর করার অভিযোগে তিনি বিতর্কিত হয়ে পড়ায় দশম জাতীয় সংসদে মনোনয়ন পাননি রনি।

এবার একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন। কিন্তু এবারও তিনি মনোনয়ন পাননি।

নৌকার টিকেট না পেয়ে এবার পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্য।

সোমবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে তিনি জানান, ‘বিএনপি থেকে মনোনয়ন পেলে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান।’ এদিন দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়ে স্ট্যাটাস দেন গোলাম মওলা রনি।

বিজ্ঞাপন

তিনি লিখেন, ‘আমি আওয়ামী লীগের মনোনয়ন পাইনি। আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামব। দেখা হবে সবার সঙ্গে এবং দেখা হবে বিজয়ে।’

এদিকে, গোলাম মাওলা রনির যোগদানের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। জাতি দুঃসহ সময় পার করছে। এই ক্রান্তিকে গোলাম মাওলা রনির মতো মেধাবী, সৎ, প্রজ্ঞাবান তরুণকে পেয়ে আমরা উদ্বেলিত, আনন্দিত। লন্ডন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান গোলাম মাওলা রনিকে অভিনন্দন জানিয়েছেন।

সারাবাংলা/এজেড/একে

গোলাম মাওলা রনি জাতীয়-নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর