জঙ্গি নেতা জসিম উদ্দিন রাহমানীর অনুসারী আটক
২৬ নভেম্বর ২০১৮ ১৯:১৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর জুরাইন এলাকা থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অপারেশনাল টিমের প্রশিক্ষক ইউনুস আসাদুল্লাহকে আটক করেছে র্যাব-৩। এ সময় তার কাছে ১টি চাপাতি, ১টি ধারালো ছুড়ি ও ৬টি উগ্রবাদী বই পাওয়া যায়।
সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-৩ এর সিও (কমান্ডিং অফিসার) লে. কর্নেল এমরানুল হাসান সারাবাংলাকে জানান, ২৫ নভেম্বর মধ্যরাতে তাকে আটক করা হয়।
এমরানুল হাসান বলেন, জসিম উদ্দিন রাহমানী ২০১৩ সালে পুলিশের হাতে ধরা পড়ার পর জুরাইন এলাকায় ইউনুস জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছিলেন। ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠন করে নতুন সদস্যদের প্রশিক্ষণ দেওয়া ছিল তার কাজ। সদস্যদের টাকায় সংগঠন চালাতেন তিনি। ইউনুস নিজেও একজন মার্শাল আর্টে পারদর্শী।
র্যাবের এই কর্মকর্তা বলেন, জঙ্গি কার্যক্রম চালাতে ঈদের সময় দরিদ্র মানুষকে সহায়তার নামে জাকাতের টাকাও সংগ্রহ করতেন ইউনুস। তিনি সদস্যদের শারীরিকভাবে শক্তি অর্জন ও দেশীয় ধারাল অস্ত্রের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে হত্যাকাণ্ড ঘটানো যায় সেই প্রশিক্ষণ দিতেন।
সারাবাংলা/ইউজে/এটি