Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল বিমানবন্দরে সোনার বারসহ এক নারী আটক


৯ জানুয়ারি ২০১৮ ১৭:১৩ | আপডেট: ৯ জানুয়ারি ২০১৮ ১৮:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ২৪টি সোনার বারসহ জান্নাতুল ফেরদৌস (২৩) নামে এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।

মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। আটক জান্নাতুলের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, ইউএস-বাংলার বিএস ৩২২ ফ্লাইটে করে জান্নাতুল চট্টগ্রাম থেকে ঢাকায় আসে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি ৭৮৫ গ্রাম ওজনের ২৪টি সোনার বার আটক করা হয়। যার দাম প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা।

মইনুল খান আরও জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা তাকে নজরদারিতে রাখি। বিমানবন্দরে নামার পরই তাকে আটক করে তল্লাসি চালিয়ে তার কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর