Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সিপিবি-এলডিপিসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা


২৬ নভেম্বর ২০১৮ ২৩:০৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ২৩:২১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচন কমিশনের মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন। সোমবার (২৬ নভেম্বর) লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, সিপিবি ও ন্যাপের (মোজাফফর) পাঁচ নেতাসহ সাত জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অলি আহমদ এলডিপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি এর আগেও এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অলি আহমদ প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমাদানকারী সিপিবি’র দুই নেতা হলেন— চট্টগ্রাম জেলা কমিটির সাবেক সভাপতি মৃণাল চৌধুরী ও বোয়ালখালী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সেহাবউদ্দিন সাইফু।

মৃণাল চৌধুরী চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে ও সেহাবউদ্দিন সাইফু চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে সিপিবি কেন্দ্রীয়ভাবে এই দু’টি আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর মৃণাল চৌধুরী সারাবাংলাকে বলেন, মুক্তিযুদ্ধের মূলনীতি ও প্রকৃত চেতনায় দেশকে ফিরিয়ে নেওয়ার জন্য সিপিবি নির্বাচন করছে। ভিশন ২০৪১ কিংবা ভিশন ২০৩০-এর বিপরীতে আমাদের রয়েছে ভিশন ১৯৭১। মুক্তিযুদ্ধের আদর্শকে সুমন্নত রাখা ও শোষিত-গরীব মানুষের জন্য লড়াইয়ের অংশ হিসেবে আমরা ভোটের মাঠে এসেছি।

বিজ্ঞাপন

সেহাবউদ্দিন সাইফু সারাবাংলাকে বলেন, নির্বাচনের মধ্য দিয়ে আমরা সিপিবি’র প্রতীক ‘কাস্তে’কে জনগণের কাছে নিয়ে যেতে চাই। এই প্রতীক গরীব মানুষের প্রতীক। গরীব মানুষের সংগ্রাম অব্যাহত রাখেবে সিপিবি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সিপিবি’র চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য অমৃত বড়ুয়া, উত্তম চৌধুরী, রেখা চৌধুরী, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি ডা. চন্দন দাশও উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ন্যাপের (মোজাফফর) তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে সারাবাংলাকে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান। তিন প্রার্থী হলেন— চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বাপন দাশগুপ্ত, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-চান্দগাঁও) আসনে আলী নেওয়াজ খান ও চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে খোশাল খান।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুনসুরুল হক চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে, সোমবার মোট ২৩ জন সম্ভাব্য প্রার্থী নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের পাঁচ জন, বিএনপির তিন জন, জাতীয় পার্টির দুই জন, গণফোরামের দুই জন এবং বিকল্পধারা, বিএনএফ, বাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একজন করে মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়া স্বতন্ত্র চার জন ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশের দু’জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

সারাবাংলা/আরডি/টিআর

বিজ্ঞাপন

আর যুদ্ধ নয়: পোপ লিও
১২ মে ২০২৫ ০৯:০৫

আরো

সম্পর্কিত খবর