‘আসন ভাগাভাগির আলোচনা ইতিবাচক, ঐক্যবদ্ধভাবেই নির্বাচন করবো’
২৭ নভেম্বর ২০১৮ ১২:০৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আসন ভাগাভাগির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করবো।’
মঙ্গলবার (২৭ নভেম্বর) গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসভবনে ড. কামাল হোসেনর সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘ওরা আমাকে ধ্বংস করবে, করুক। আমি লড়াইয়ে নেমেছি, এ লড়াই চালিয়ে যাব।’
মনোনয়ন প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, ‘আমরা এখন সবাই মনোনয়নপত্র জমা দেব। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ফাইনাল করা হবে কারা মনোনিত হচ্ছেন।’
এ ছাড়া তিনি সারাবাংলাকে বলেন, ‘আমরা গণফোরাম ৩০-৪০টি আসন চেয়েছি। তার মধ্যে ঢাকাতে দুটি আসন থাকতে হবে।’ তবে কোন দুটি আসন এখনো নিশ্চিত করেননি ড. কামাল হোসেন।
ওই বৈঠকে ইশতেহার বিষয়ে আলোচনা হয়। আগামীকাল বুধবার ইশতেহার করা হতে পারে। আজ গণফোরামের মনোনয়ন তালিকা প্রকাশ হতে পারে।
সারাবাংলা/এ এইচএইচ/এমআই