Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, ডাকাত নিহত


২৭ নভেম্বর ২০১৮ ১৩:১৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

যশোর: যশোর সদর উপজলোর দোগাছিয়া এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে সেলিম নামে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করছে।

পুলশিরে দাবি, সেলিমকে আটকের পর অস্ত্র উদ্ধারে গেলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সেলিম যশোর শহররে রায়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশের ওসি (তদন্ত) সৌমেন দাস জানান, একাধিক ডাকাতি মামলার আসামি সেলিমকে সোমবার রাতে সদর উপজলোর গোবন্দিপুর এলাকার ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে কয়েকটি ডাকাতির সঙ্গে জড়িত ও তার হেফাজতে অস্ত্র থাকার কথা স্বীকার করে। এরপর রাত ৩টার দিকে তাকে নিয়ে দোগাছিয়া গ্রামে অস্ত্র উদ্ধারে যাওয়া হয়।

‘এসময় সলিমের সহযোগী একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করলে পুলিশও ১০ রাউন্ড গুলি করে। গোলাগুলির সময় সেলিম পালানোর চেষ্টা করলে মাথায় গুলিবিদ্ধ হয়। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর সেলিমকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’, বলেন ডিবি পুলিশের ওসি।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর