দুই পায়ে গুলি, হাসপাতালে পুলিশ কর্মকর্তা
২৭ নভেম্বর ২০১৮ ১৩:৩৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১৭:১১
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে কিভাবে তার পায়ে গুলি লেগেছে তা এখনও জানা যায়নি।
মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতাল সূত্র জানায়, উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুরের ২ পায়ের হাঁটুতে গুলি লেগেছে। জরুরি বিভাগে চিকিৎসা শেষ করে উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও