Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় মাসে এডিপির বাস্তবায়ন ২৭ শতাংশ


৯ জানুয়ারি ২০১৮ ১৭:৩৪

সারাবাংলা করসপনডেন্ট

চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) ২৭ দশমিক শূণ্য ২ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ২৭ দশমিক ২ শতাংশ। মঙ্গলবার একনেক পরবর্তী সংবাদ ব্রিফিংএ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য জানান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা মন্ত্রী বলেন, শতাংশের দিক থেকে বাস্তবায়ন কিছুটা কম মনে হলেও অর্থ খরচ হয়েছে অনেক বেশি। যেহেতু চলতি অর্থবছরে এডিপির আকার বড় তাই শতাংশ কম বা বেশি হতে পারে।

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হিসাব থেকে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের ৬ মাসে খরচ হয়েছে ৪৪ হাজার ৩৩১ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে খরচ হয় ৩৩ হাজার ৫৫৪ কোটি টাকা। তার আগে ২০১৫-১৬ অর্থবছরের ৬ মাসে খরচ হয়েছিল ২৩ হাজার ৭৭৭ কোটি টাকা। ওই অর্থবছরের এডিপি বাস্তবায়নের হার ছিল ২৪ শতাংশ।

মন্ত্রী আরো বলেন, চলতি অর্থবছরের ১ লাখ ৬৬ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়িত হচ্ছে।

(সারাবাংলা/জেজে/জেএএম)

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর