Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণমাধ্যম যেন প্রচারমাধ্যমে পরিণত না হয়’


২৭ নভেম্বর ২০১৮ ১৪:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: গণমাধ্যম গণমানুষের হয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। গণমাধ্যম যেন কোনো দল, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের প্রচারে ব্যবহার না হয়, বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ।

সোমবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাগো বাংলা ফাউন্ডেশন আয়োজিত ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।

হারুন-অর-রশিদ বলেন, ‘একটি আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করে ষড়যন্ত্রের লক্ষ্যে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে বলছে বিএনপিসহ অন্যান্য দলগুলো। আগে থেকে নির্বাচন কমিশনকে ব্যর্থ করার এজেন্ডা হাতে নিয়েছিল এই মহলটি। তাদের উদ্দেশ্যই হচ্ছে ষড়যন্ত্র করে গণতন্ত্রকে বাধা দেওয়া।’

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, বিএনপি নির্বাচনে জেতার পর বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এর আগ পর্যন্ত সব পক্ষপাতিত্ব। যা সিলেটে সিটি করপোরেশন নির্বাচনে আমরা দেখেছি।

কলামিস্ট ও গবেষক সুভাষ সিংহ রায় বলেন, ‘সাংবাদিকরা একটু বেসামাল কথাবার্তা বলা লোকদের কভারেজ দেয়। এই নীতি থেকে সাংবাদিকদের সরে আসতে হবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ইব্রাহিম খালেদ, নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব) এ কে মো. আলী সিকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

সারাবাংলা/এসও/এমআই

গণমাধ্যম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর