Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে বিশ্বব্যাংক দিল সাড়ে ২৪ কোটি ডলার


৯ জানুয়ারি ২০১৮ ১৭:৫০

সারাবাংলা করসপন্ডেন্ট:

সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে সহায়তা বাড়াচ্ছে বিশ্বব্যাংক। এজন্য ২৪ কোটি ৫০ লাখ ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডরেক্টর চিমিয়াও ফান।

চুক্তি শেষে শফিকুল আযম বলেন, মূল প্রকল্পটি বাস্তবায়নে এর আগে ৫০ কোটি ডলার দিয়েছিল বিশ্বব্যাংক। এখন অতিরিক্ত অর্থায়ন করায় মোট সহায়তার পরিমান দাঁড়াল ৭৫ কোটি ৫০ লাখ ডলার।

চিমিয়াও ফান বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচী পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে কাজ করছে বিশ্বব্যাংক। এ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রকৃত দরিদ্র্যদের হাতে সহায়তা পৌছানো সম্ভব হবে।

(সারাবাংলা/জেজে/জেএএম)

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর