Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলা প্রশাসকদের সরকারের ব্রিফিংয়ে অংশ না নিতে ইসির নির্দেশ


২৭ নভেম্বর ২০১৮ ১৬:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সরকারের উন্নয়ন, প্রশাসনিক বা নির্বাচন সংক্রান্ত কোনো ব্রিফিংয়ে অংশ না নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠিও দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে ইসির যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জমান আরজু সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।

ইসি সূত্র জানায়, সম্প্রতি ইসির উপ সচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের চাকরি বর্তমান নির্বাচন কমিশনের অধীন। তাই নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত ইসির অনুমতি ছাড়া তারা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এছাড়া সরকারের উন্নয়ন, প্রশাসনিক বা নির্বাচন সংক্রান্ত কোনো ব্রিফিং অংশ নিতে পারবেন না।

বিজ্ঞাপন

‘জেলা প্রশাসকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নিয়ে ব্রিফ করা হয়েছে’- নির্বাচন কমিশনে সম্প্রতি অভিযোগ দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

সারাবাংলা/জিএস/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর