Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন করে স্লুইচ গেট তৈরি না করার সুপারিশ


৯ জানুয়ারি ২০১৮ ১৮:২২

স্পেশাল করেসপন্ডেন্ট

সঠিক ব্যবস্থাপনার অভাবে স্লুইচ গেট নষ্ট হয়ে যায়। এতে বিশেষত বর্ষা মৌসুমে সৃষ্টি হয় জনভোগান্তি। এই অবস্থা পরিবর্তন করতে নতুন করে স্লুইচ গেট তৈরি না করার সুপারিশ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

মঙ্গলবার ১০ম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে তারকা চিহ্নিত এবং সম্পূরক প্রশ্নের জবাব শেষে স্পিকারের কাছে তিনি এ সুপারিশ জানান।

সংসদ সদস্য মাহবুব আলীর সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, স্লুইচ গেট ব্যবহার করবেন কিন্তু এর সঠিক ব্যবস্থাপনা হবে না- এটা হতে পারে না। পাহাড়ি নদীর পানির সঙ্গে মোটা বালু ভেসে আসে। সঠিক সময়ে স্লুইচ গেট খোলা না হলে বালু জমে গেট বন্ধ হয়ে যায়। তখন গেট ভেঙে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না।

নওগাঁ জেলার সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, নওগাঁয় দেখা গেছে- বক্স কালভার্টের দু’পাশে প্রভাবশালীরা চৌবাচ্চা খুঁড়ে মাছ চাষ করে। এতে কিছু মানুষ লভবান হলেও ক্ষতিগ্রস্ত হয় কৃষক। এছাড়া কালভার্ট করা হয়েছে পানি চলাচলের জন্য। চৌবাচ্চা করায় এবার দেখা গেছে, বন্যার পানি ধীরে নেমেছে। তবে পুকুরে যদি কেউ মাছ চাষ করে তাহলে দেশ উপকৃত হবে।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর