Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন আসনে ধানের শীষ পেল মুফতি ওয়াক্কাসের জমিয়ত


২৭ নভেম্বর ২০১৮ ১৮:০২ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১৮:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনটি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন চিঠি পেয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে গুলশান কার্যালয়ে এসে যশোর-৫ আসনের জন্য মনোনয়ন চিঠি নেন জমিয়তের সভাপতি মুফতি মো. ওয়াক্কাস, কুমিল্লা-৬ আসনের জন্য দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মহিউদ্দিন একরাম এবং খুলনা-৪ আসনের জন্য জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করীম।

জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাচনি সমন্বয়ক মুফতি রেজাউল করীম সারাবাংলাকে জানান, তারা মোট পাঁচটি আসনে নির্বাচনের জন্য গুলশান কার্যালয়ে প্রার্থী তালিকা জমা দিয়েছেন। এই তালিকায় সুনামগঞ্জ-১ আসনে হাফেজ রশিদ আহমেদ এবং সুনামগঞ্জ -৩ আসনে সৈয়দ শামসুল ইসলামও ছিলেন। কিন্তু বিএনপি এই দু’জনকে এখনও মনোনয়ন দেয়নি।

বিজ্ঞাপন

জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মহিউদ্দিন একরাম সারাবাংলাকে বলেন, এই মনোনয়ন তো চূড়ান্ত না। প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের সময় বোঝা যাবে কে পাচ্ছেন মনোনয়ন। জমিয়তের আরেক অংশের নেতৃত্বে আছেন নূর হোসাইন কাসেমী। তার অংশেও সাবেক সংসদ সদস্য রয়েছেন একজন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জমিয়তের মুফতি ওয়াক্কাস অংশের জন্য ২টি এবং নূর হোসাইন কাসেমীর অংশের জন্য ১টি আসন ছাড়বে বিএনপি।

সে ক্ষেত্রে যশোর-৫ আসনে মুফতি মো. ওয়াক্কাস, কুমিল্লা-৬ আসনের জন্য মহিউদ্দিন একরাম এবং সিলেটের একটি আসনে সাবেক সংসদ অ্যাডভোকেট সৈয়দ শাহিনুর পাশা চূড়ান্ত মনোনয়ন পেতে পারেন।

সারাবাংলা/এজেড/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর