Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিএনপিতে একক মনোনয়ন শুধু খসরু-জাফরুলের


২৭ নভেম্বর ২০১৮ ২২:২৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ১২টি আসনেই একাধিক প্রার্থীকে ধানের শীষের টিকেট দিয়েছে বিএনপি। এর মধ্যে কোনো আসনে তিনজন, আবার কোন আসনে দুইজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী এককভাবে মনোনয়ন পেয়েছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সহ দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী সারাবাংলাকে বলেন, চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে জোটের জন্য রাখা আসন ছাড়া বাকিগুলোতে সন্ধ্যায় যাদের মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে, তাদের তথ্য আমাদের হাতে এসেছে। আইনি জটিলতা এড়াতে কেন্দ্র থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন নূরুল আমিন, মনিরুল ইসলাম ইউসুফ ও কামাল উদ্দিন আহমেদ।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন ডা.খুরশীদ জামিল চৌধুরী, অবসরপ্রাপ্ত কর্ণেল আজিমউল্লাহ বাহার ও মোহাম্মদ সালাহউদ্দিন।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন মোস্তফা কামাল পাশা ও নূরুল মোস্তফা খোকন।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন আসলাম চৌধুরী এবং এওয়াইবি সিদ্দিকী।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মীর মো. নাসির উদ্দিন ও শাকিলা ফারজানা মনোনয়নের চিঠি পেয়েছেন।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে অ্যাডভোকেট ফরিদ আক্তার ও জসিম সিকদার পেয়েছেন মনোনয়নের চিঠি।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে কুতুবউদ্দিন বাহার, শওকত আলী নূর ও আবু হাসনাত মনোনয়নের চিঠি পেয়েছেন।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এম মোরশেদ খান ও আবু সুফিয়ান মনোনয়নের চিঠি পেয়েছেন।

চট্টগ্রাম-৯ (কোতয়ালী-বাকলিয়া) আসনে ডা. শাহাদাৎ হোসেন, শামসুল আলম ও সাইফুল ইসলাম মনোনয়নের চিঠি পেয়েছেন।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে আবদুল্লাহ আল নোমান ও মোশাররফ হোসেন দীপ্তি মনোনয়নের চিঠি পেয়েছেন।

চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এনামুল হক এনাম ও গাজী শাহজাহান জুয়েল মনোনয়নের চিঠি পেয়েছেন।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে সরওয়ার জামাল নিজাম ও মোস্তাফিজুর রহমান মনোনয়নের চিঠি পেয়েছেন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) জোটের জন্য রাখা হয়েছে।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাফরুল ইসলাম চৌধুরীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরডি/এমএইচ

আরও পড়ুন

নেতা-কর্মীদের ইয়াবা মামলায় ফাঁসানো হচ্ছে: চট্টগ্রাম বিএনপি

চট্টগ্রাম জাতীয়-নির্বাচন বিএনপি মনোনয়ন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর