Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবার ‘মন রক্ষায়’ গণহারে মনোনয়ন বিএনপির


২৮ নভেম্বর ২০১৮ ১০:০৬

।। আসাদ জামান, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দলের নবীণ, প্রবীণ, সংস্কারপন্থী, জোট শরিক এবং বিভিন্ন দল থেকে আসা ‘দলছুট’ নেতাসহ সবার মন রক্ষার চেষ্টা করছে বিএনপি। তাই অনেকটা গণহারেই দেওয়া হয়েছে ধানের শীষের মনোনয়ন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মঙ্গলবার রাত পর্যন্ত ৮০০-র ওপরে মনোনয়ন দিয়েছে দলটি।

গত ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত নয়াপল্টন কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির যে হিড়িক ছিল তার সঙ্গে সোমবার (২৬ নভেম্বর) থেকে মঙ্গলবার (২৭ নভেম্বর) পর্যন্ত গুলশান কার্যালয়ে মনোনয়ন চিঠি বিতরণের দারুণ মিল লক্ষ্য করা গেছে। ভিড় ঠেলে যারাই গুলশান কার্যালয়ের ভেতর প্রবেশ করার সুযোগ পেয়েছেন, তারাই অন্তত একটা মনোনয়ন চিঠি নিয়ে বেরিয়েছেন।

বিএনপি জোটের শরিক বাংলাদেশে লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান পিরোজপুর-২ (ভাণ্ডারিয়-কাউখালী-জিয়ানগর) আসনে নির্বাচন করতে চান। কিন্তু প্রাথমিক তালিকায় তার নাম ছিল না। মনোনয়ন চিঠি দেওয়ার আগের দিন সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত গুলশান কার্যালয়ে ঘুরাঘুরি করে মনোনয়ন চিঠি জোগাড় করেছেন তিনি।

পিরোজপুরের এ আসনটিতে নৌকায় লড়বেন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তার বিরুদ্ধে ধানের শীষ প্রতীকে লড়াই করতে যাচ্ছেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান। বুধবার (২৮ নভেম্বর) সকালে পিরোজপুর থেকে টেলিফোনে সারাবাংলাকে ইরান জানান, পিরোজপুর-২ আসনে তিনি ধানের শীষের একক প্রার্থী।

ঢাকা-১৩ (মোহম্মদপুর-লাল মাটিয়া) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য প্রায় দেড় বছর আগে উপদেষ্টা আব্দুস সালামকে প্রস্তুতি নিতে বলেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার নির্দেশমতো গত দেড় বছর সেখানে কাজ করছেন সালাম। মনোনয়ন চিঠি বিতরণের প্রথম দিন রোববার (২৬ নভেম্বর) তাকে চিঠি দেওয়া হয়।

বিজ্ঞাপন

কিন্তু গতকাল এই আসনে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আতাউর রহমান ঢালীকেও চিঠি দেওয়া হয়েছে। বছর তিনেক আগে ঢাকায় এসে আমেরিকা প্রবাসী আতাউর রহমান ঢালী বিএনপিতে যোগ দেন। সাবেক এই বাম নেতা ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলের পর চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।

বুধবার সকালে আবদুস সালাম সারাবাংলাকে বলেন, ‘তাকে (আতাউর রহমান ঢালী) ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। তবে তিনি তো আমেরিকান সিটিজেন। চাইলেও নির্বাচন করতে পারবেন বলে মনে হয় না। তার তো বাংলাদেশি পাসপোর্ট নেই।’

মুন্সীগঞ্জ-১ আসনে একক প্রার্থী দেওয়া হয়েছে সাবেক উপ প্রধানমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনকে। স্বাধীন বাংলাদেশে সরকারি দলের প্রথম চিফ হুইপ শাহ মোয়াজ্জেমকে যথাযথ সম্মান দেখাতে প্রথমাবস্থায় এ আসনে বিকল্প প্রার্থী দেয়নি বিএনপি। কিন্তু চিঠি বিতরণের শেষ দিন মঙ্গলবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে গুলশান কার্যালয়ে প্রবেশ করে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু মনোনয়ন চিঠি জোগাড় করেন।

আমিনুল হক

এক পা আওয়ামী লীগে দিয়ে রাখা জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ)- এর সভাপতি মুফতি মো. ওয়াক্কাস চিঠি বিতরণের শেষ দিন মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টায় অনুসারীদের নিয়ে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। এর এক ঘণ্টা পর নিজের জন্য যশোর-৫, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. মহিউদ্দিন একরামের জন্য কুমিল্লা-৬ এবং সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করীমের জন্য খুলনা-৪ আসনের মনোনয়ন চিঠি নিয়ে বের হন।

দলীয় সূত্রমতে, এই তিনটি আসনে বিএনপির অন্তত এক ডজন নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারপরও জোটের পুরোনো শরিক জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ)-এর সভাপতি মুফতি মো. ওয়াক্কাস অনুসারীদের নিয়ে যেন আওয়ামী লীগে যোগ না দেন—সেটা নিশ্চিত করতেই গুলশান কার্যালয়ে আসা মাত্র তার চাহিদামতো আসনে মনোনয়ন চিঠি দিয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

অবশ্য বাস্তবতা খুব ভালই বোঝেন কুমিল্লা-৬ আসনে ধানের শীষের মনোনয় পাওয়া জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মো. মহিউদ্দিন একরাম। মনোনয়ন চিঠি গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারাবাংলাকে তিনি বলেন, ‘এটা জাস্ট ফরমালিটি। কে মনোনয়ন পাবেন, সেটা বোঝা যাবে প্রতীক বরাদ্দ ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।’

নারায়ণগঞ্জ-৫ আসনটি চেয়ে বসে আছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আকরাম হোসেন। নাগরিক ঐক্য’র সঙ্গে আসন সমঝোতা হলে এ আসনটি তাকেই ছেড়ে দেবে বিএনপি। আর যদি আসন সমঝোতা না হয়, তাহলে বিএনপির সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ পাবেন ধানের শীষের মনোনয়ন।

কিন্তু মনোনয়ন চিঠি বিতরণের শেষ মুহূর্তে মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে ২০ দলীয় জোটের ‘ওয়ানম্যান’ পার্টি বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ গুলশান কার্যালয় থেকে মনোনয়ন চিঠি সংগ্রহ করেন। আর সিলেট-৬ আসনের জন্য মনোনয়ন চিঠি সংগ্রহ করেন ‘বিকল্প’ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব।

দলীয় সূত্রমতে, নারায়ণগঞ্জ-৫ ও সিলেট-৬— এ দু’টি আসনে জোট শরিকদের ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরও প্রায় অর্ধযুগ ধরে বিএনপির সঙ্গে থাকা নাম সর্বস্ব দলের নেতাদের ‘মন রক্ষায়’ মনোনয়নের প্রাথমিক চিঠি তাদের দেওয়া হয়েছে।

শুধু জোট শরিক নয়, ‘দলের বৃহত্তর স্বার্থে’ সংস্কারপন্থীদেরও ‘মন রক্ষার’ চেষ্টা করেছে বিএনপি। বরিশাল-১ আসনে সংস্কারপন্থী নেতা জহিরউদ্দিন স্বপন, বরিশাল-২ আসনে শহীদুল হক জামাল ও রাজশাহী-৪ আসনে আবু হেনাকে মনোনয়ন চিঠি দেওয়া হয়েছে। তবে এসব সংস্কারপন্থীদের সঙ্গে রাখা হয়েছে একাধিক প্রার্থী।

বিএনপির মূল শক্তি তার অঙ্গ ও সহযোগী সংগঠন। এসব সংগঠনের তরুণ নেতারাই রাজপথে আন্দোলনে বিএনপির রসদ জোগায়। সে দিকটা চিন্তা করে সংগঠনগুলোর শীর্ষ নেতাদের মনোনয়ন দিয়েছে বিএনপি। প্রাথমিক মনোনয়ন তালিকায় আছেন বরিশালের একটি আসনে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, নরসিংদী-২ এ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ময়মনসিংয়ের একটি আসনে স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, সিরাজগঞ্জের একটি আসনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলিম।

দলীয় সূত্রমতে, চূড়ান্ত মনোনয়ন এসব আসনের মূল প্রার্থী কোনো কারণে বাদ পড়লে এসব তরুণরাই ধানের শীষ প্রতীকে লড়বেন। কোনো কোনো জায়গায় নবীণদেরকেই মূল প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের ‘নিউক্লিয়াস’ হিসেবে বিবেচিত তরুণদের ‘মন রক্ষার’ ব্যাপারটিও প্রাধান্য পেয়েছে বিএনপির মনোনয়নে।

এছাড়া সামরিক কর্মকর্তা, আমলা, ব্যবসায়ী, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ক্রিড়াবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষকে মনোনয়ন দিয়েছে বিএনপি। কিন্তু প্রার্থীর ভিড়ে নতুন জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ ও পুরোনো জোট ‘২০ দলীয় জোট’-এর সঙ্গে আসন সমঝোতার সময় বিএনপি বেকায়দায় পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেষ পর্যন্ত ‘মন রক্ষার’ মনোনয়ন মনোকষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে বিএনপির জন্য।

জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘একটা বিরূপ পরিস্থিতিতে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। সবাইকে আমরা পাশে চাই। সব দিক বিবেচনা করেই মনোনয়ন চিঠি দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এজেড/এসএমএন

বিএনপি মন রক্ষা মনোনয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর