Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ


২৮ নভেম্বর ২০১৮ ১৩:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: সাইবার নিরাপত্তায় দক্ষ কর্মী খুঁজে বের করতে শিক্ষার্থীদের মধ্যে শুরু হতে যাচ্ছে ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৮’ শীর্ষক প্রতিযোগিতা। অ্যাডভান্স টেকনোলজি বিডির আয়োজনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে আগামী ২ ডিসেম্বর এই প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। পুরষ্কার ছাড়াও প্রতিযোগিতায় বিজয়ী টিমের সদস্যরা দেশের শীর্ষ আইটি প্রতিষ্ঠানে ইন্টার্ন করারও সুযোগ পাবেন।

বুধবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর বেসিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান। ‘বি দ্য আলটিমেট সিকিউরিটি স্পেশালিস্ট’ স্লোগানে শুরু হতে যাওয়া প্রতিযোগিতার স্পন্সর রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও। এছাড়াও কো-স্পন্সর হিসেবে রয়েছে আইপে, এসসিএসএল ও মেট্রোনেট। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও গ্রুমিং সেশন লাইভ সম্প্রচার করবে ঢাকা লাইভ।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার সমন্বয়ক আব্দুর রহমান শাওন বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এরই মধ্যে এর নিবন্ধন শুরু হয়েছে। সর্বোচ্চ ৩ জন করে দল গঠনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। তিনি জানান, এর নিবন্ধন চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। আর ২০ ডিসেম্বর রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শাওন জানান, শিক্ষার্থীদের মধ্যে সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন দলের প্রত্যেকের জন্য ল্যাপটপ, প্রথম রানার্স আপ দলের জন্য স্মার্টফোন এবং দ্বিতীয় রানার্সআপ দলকে পুরষ্কার হিসেবে ট্যাবলেট পিসি দেয়া হবে। ক্রেস্ট ও সনদপত্র ছাড়াও বিজয়ী নারী দলের জন্য থাকবে বিশেষ সম্মাননা। বিজয়ী দলগুলোর সদস্যদের জন্য দেশের শীর্ষ আইটি প্রতিষ্ঠানে থাকবে ইন্টার্ণ করার সুযোগও। আর প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে, http://cyberchallenge.com.bd ঠিকানায়।

সারাবাংলা/ইএইচটি/জেএএম

বেসিস সাইবার সিকিউরিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর