গ্যাস সিলিন্ডারের ভেতরে দেড় লাখ ইয়াবা, গ্রেফতার ২
২৮ নভেম্বর ২০১৮ ১৩:৪৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ পদ্ধতিতে ইয়াবা পাচারের সময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৮ নভেম্বর) ভোরে নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি পিক আপটি আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। গ্রেফতার দুইজন হলেন- মো. আনিস (৪০) ও কামাল হাওলাদার (৪১)।
র্যাব-৭ এর চান্দাগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর রবিউল ইসলাম সারাবাংলাকে জানান, এসময় এক লাখ ৪৮ হাজার ইয়াবা জব্দ করা হয়। তিনি বলেন, খালি সিলিন্ডার ভর্তি পিক আপটি কক্সাবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেটি আটক করা হয়। ভ্যানটিতে ২৮টি খালি সিলিন্ডার ছিল। এর মধ্যে দুইটি সিলিন্ডারের নিচে বিশেষ কৌশলে কেটে ভেতরে ইয়াবা রাখা হয়েছিল।
গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মেজর রবিউল।
এর আগে গত ৭ মে শাহ আমানত সেতু এলাকায় বাকলিয়া থানা পুলিশ একই কায়াদায় ইয়াবা পাচারের সময় ১০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছিল।
সারাবাংলা/আরডি/এসএমএন