রোগীকে ধর্ষণের অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে মামলা
৯ জানুয়ারি ২০১৮ ১৯:৩২ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪৯
স্টাফ করেসপন্ডেন্ট
রোগীকে ধর্ষণের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত রিয়াদ সিদ্দিকী চর্ম ও যৌন বিভাগের চিকিৎসক।
সোমবার (৮ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় ওই রোগীর বাবা বাদী হয়ে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, চিকিৎসার নামে একাধিকবার ওই তরুণীকে ধর্ষণ করা হয়। নির্যাতনের ভিডিও মুঠোফোনে ধারণ করে হুমকি দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
ওই তরুণী অভিযোগ করেছেন, গত ৩১ ডিসেম্বর চিকিৎসা করাতে তিনি বিএসএমএমইউ’তে যান। তখন হাসপাতালে নিজ চেম্বারে তাকে নির্যাতন করে ডাক্তার রিয়াদ।
এসআই রিপন আরও জানান, মঙ্গলবার আদালতে তরুণীর জবানবন্দী রেকর্ড করা হয়। অভিযোগ পাওয়ার পর থেকে অভিযুক্ত ডাক্তার পলাতক রয়েছে।
সারাবাংলা/এসআর/এনএস/জেডএফ