মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
৯ জানুয়ারি ২০১৮ ১৯:৩৩ | আপডেট: ৯ জানুয়ারি ২০১৮ ১৯:৩৪
স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর মিরপুর-১ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে ৩৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ফলে দখলমুক্ত হয় প্রায় ২০ হাজার বর্গফুট জমি।
মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে গুদারাঘাট এলাকার প্রায় ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ফলে প্রায় ১০ হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত হয়।
এ ছাড়া মিরপুরের দক্ষিণ বিশিল এলাকায়ও অভিযান পারিচালনা করা হয়। সেখানে ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১০ হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত করা হয়।
অভিযানকালে মিরপুর-১ এর ভবঘুরে আশ্রয়কেন্দ্রের নিকটের বেশ কয়েকটি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।
সারাবাংলা/এসও/এনএস/আইজেকে