Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইইউ ইলেকশন এক্সপার্ট মিশনের সাথে বৈঠকে বসেছে ইসি


২৮ নভেম্বর ২০১৮ ১৪:৫৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট মিশনের প্রধান ডেভিড ওয়াডের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন। এছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংক।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর সোয়া দুইটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল অব. শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে উপস্থিত আছেন।

বৈঠকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয় নিয়ে আলোচনা হবে বলো জানা গেছে।

সারাবাংলা/ জিএস/জেএএম

ইইউ ইলেকশন এক্সপার্ট মিশন ইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর