।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্যে দেশবাসী স্তম্ভিত ও হতবাক হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৮ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মন্তব্যে দেশবাসী স্তম্ভিত ও হতবাক। কারণ, তিনি সাফ বলে দিয়েছেন, বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনের অযোগ্য। অথচ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলায় দেওয়া রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছেন এবং তাতে তিনি স্থগিতাদেশ প্রার্থনা করেছেন।’
‘কিন্তু সেই বিষয়ে আদালত এখনও সিদ্ধান্ত দেননি। আদালত আপিল গ্রহণ করেছেন, কিন্তু কোনো প্রকার শুনানি হয়নি, আদালত কোনো প্রকার রুল বা আদেশ দেননি। তাহলে তিনি (মাহবুবে আলম) কিভাবে বললেন, বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’— বলেন রিজভী।
অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহিউদ্দিন খান আলমগীর, হুসেইন মুহম্মদ এরশাদের সাজা হলেও, আপিল চলমান অবস্থায় তারা নির্বাচন করেছেন কীভাবে?
আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন ফরম সংগ্রহ করার পর অ্যার্টনি জেনারেল কীভাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা থাকেন প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘সরকারি ক্ষমতার শক্তিতে বলীয়ান হয়ে আপনার মতো দলবাজ, আগ্রাসী ব্যক্তি আইন কর্মকর্তা থাকলে ন্যায় বিচার পাওয়ার সকল পথ বন্ধ হয়ে যাবে।’
রিজভীর অভিযোগ, ‘সাবজুডিশ বিষয়ে নির্দিষ্ট এবং স্পষ্ট বক্তব্য রেখে তিনি সংবিধান ও আদালত অবমাননা করেছেন। অবশ্যই বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন। এ বিষয়ে আইনে কোনো বাধা নেই।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং অন্যরা।
সারাবাংলা/এজেড/এটি