Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী হত্যা মামলায় স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ড


২৮ নভেম্বর ২০১৮ ১৭:১৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বরগুনা: যৌতুক ও নির্যাতন মামলা করায় স্ত্রী পরিভানুকে অপহরণ করে গণধর্ষণের পর হত্যার অপরাধে স্বামীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলার আসামি জহিরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুস সালাম, আবদুর রহমান, আবুল কালাম ও পরিভানুর স্বামী ইব্রাহীম তালুকদার। তাদের বাড়ি বরগুনা জেলার তালতলী উপজেলার চন্দতলা গ্রামে। আরেক আসামি জহিরকে বেকসুর খালাস দিয়েছেন একই আদালত। রায় ঘোষণার সময় পাঁচ আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১২ সালের ২৯ নভেম্বর গভীর রাতে পানের বরজে বেশি টাকায় কাজ দেওয়ার কথা বলে পরিভানুকে ঘর থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী আবদুস সালাম। পরে ওই রাতে পরিভানুর স্বামী ইব্রাহীম তালুকদার, আবদুস সালাম, আবদুর রহমান ও আবুল কালাম তাকে আফাজ প্রফেসরের ধান ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করার পর গলা টিপে হত্যা করেন। এ ঘটনায় ২০১২ সালের ৪ ডিসেম্বর পরিভানুর মোসলেম আলী বাদী হয়ে তালতলী থানায় মামলা করেন। ঘটনার সাতদিন পর পুলিশ আবদুস সালামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করে আমতলী ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে ইব্রাহীমসহ আরো চার আসামিকে গ্রেফতার করা হয়। তারাও আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বিজ্ঞাপন

জবানবন্দিতে পরিভানুর স্বামী ইব্রাহীম বলেন, তিনি দ্বিতীয় বিবাহ করায় পরিভানু তার বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা করেছিলেন। আদালতে হাজিরা দিতে দিতে তিনি হাফিয়ে ওঠায় তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী পরে তিন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে পরিভানুকে ধর্ষণের পর হত্যা করেন। মামলায় মোট ১১ জনের সাক্ষ্যগ্রহণ, জবানবন্দি ও নথিপত্র পর্যালোচনা করে পাঁচ আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার প্রমাণ পাওয়ায় বুধবার এ রায় দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি ইব্রাহীম তালুকদার বলেন, আমরা নির্দোষ। আমাদেরকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

সারাবাংলা/এমএইচ

আদালতের দণ্ড বরগুনা হত্যা মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর