।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ভোটের মাঠ এখনও লেভেল প্লেয়িং না। দেশের মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে ভয় পাচ্ছে। নির্বাচন কমিশন হাওয়ায় বুলি মারছে। কিন্তু বাস্তবতা ভিন্ন।
বুধবার (২৮ নভেম্বর) বিকেলে সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দিতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি ঢাকা-১২ আসন (তেজগাঁও-বেগুনবাড়ি) থেকে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলাম। এ জন্য তেজগাঁও-বেগুনবাড়ি এলাকার ৪ হাজার নাগরিকের সমর্থন ও স্বাক্ষর নিয়েছিলাম। কিন্তু গতকাল (মঙ্গলবার) এলাকায় গিয়ে দেখলাম তারা আমাকে সমর্থন দিয়ে ভীতিকর অবস্থায় রয়েছেন। তাই আমি গণতান্ত্রিক বাম জোট থেকে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
গণতন্ত্র রক্ষায় আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। মানুষ এখনও মনে করছে তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না। স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েই তারা ভয় পাচ্ছেন, তাহলে ভোট দেবেন কিভাবে- প্রশ্ন রাখেন তিনি।
সারাবাংলা/ইউজে/এটি