Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফের সমুদ্র সৈকতে মিলল গুলিবিদ্ধ মরদেহ


২৯ নভেম্বর ২০১৮ ১৩:০০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হানিফ (২৬)। তিনি সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের মৃত মোহাম্মদ ছিদিকের ছেলে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে মেরিন ড্রাইভের বাহারছডা নোয়াখালী বাঘগুনা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

বাহারছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সমুদ্র সৈকত এলাকায় একটি মৃতদেহ পড়ে আছে বলে তারা খবর পান। পরে সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। এসময় স্থানীয় লোকজন মৃহদেহটি মোহাম্মদ হানিফের বলে শনাক্ত করেন।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিন্সের প্যান্ট পরিহিত মরদেহের শরীরে পাঁচটি জখমের চিহ্ন রয়েছে।

সারাবাংলা/এসএমএন

গুলিবিদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর