Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ৫৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


২৯ নভেম্বর ২০১৮ ১২:০২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয় আসনে মনোনয়পত্র জমা পড়েছে ৫৯টি। এর মধ্যে একমাত্র নারী প্রার্থী শাহিদা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন দিনাজপুর-৬ আসনে। বাকিদের মধ্যে দশম জাতীয় সংসদের দুই মন্ত্রীসহ সংসদের চিফ হুইপও রয়েছেন।

এদিকে, ছয় আসনের মধ্যে দিনাজপুর-১ ও দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সর্বোচ্চ ১৩ জন করে। এছাড়া দিনাজপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। বাকি তিন আসনে আট জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলায় স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সাত জন।

বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা হওয়ার প্রক্রিয়া শেষে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।

ছয় আসনে প্রার্থী কারা

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল): আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন— বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মনোরঞ্জনশীল গোপাল, বিএনপির মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ হানিফ, মো. মঞ্জুরুল ইসলাম, মামুনুর রশিদ চৌধুরী, জাগপার মো. আরিফুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. আব্দুল হক, জাতীয় পার্টির মাহবুব আলম ও মো. শাহিনুর ইসলাম, মুসলিম লীগের সৈয়দ মঞ্জুরউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. আরিফুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী রঞ্জিত মূরমু ও মো. পারভেজ হোসেন।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ): এই আসনে আট জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী, ডা. মানবেন্দ্র রায়, বিএনপির মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাবিবুর রহমান, জাতীয় পার্টির মো. জুলফিকার হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের মো. এরশাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. মোকারম হোসেন।

বিজ্ঞাপন

দিনাজপুর-৩ (সদর): এই আসনেও আট জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন— বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ, আওয়ামী লীগের ইকবালুর রহিম, বিএনপির মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও মো. মোফাজ্জল হোসেন দুলাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বদিউজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. খাইরুজ্জামান, বিকল্প ধারা বাংলাদেশের মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের সৈয়দ মাহমুদ উল করিম ও মো. রাইসুল ইসলাম।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা): আসনটিতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বর্তমান সংসদ সদস্য ও সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিএনপির মো. আক্তারুজ্জামান মিঞা ও হাফিজুর রহমান সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. রেয়াজুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোজাফ্ফর হোসেন, জাতীয় পার্টির মো. মোনাজাত চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মিজানুর রহমান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মো. সাজেদুল আলম চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মো. ইউসুফ আলী।

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর): এ আসনে মনোনয়নপত্র দাখিল করা আট প্রার্থী হলেন— বর্তমান সংসদ সদস্য ও সরকারের প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, বিএনপির এ জেড এম রেজওয়ানুল হক ও এস এম জাকারিয়া বাচ্চু, জাতীয় পার্টির সোলায়মান সামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মতিউর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের মো. শফিকুল ইসলাম, পিপলস পার্টির শওকত আলী ও স্বতন্ত্র প্রার্থী মনসুর আলী সরকার।

দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-রিবামপুর-হাকিমপুর ও ঘোড়াঘাট): এই আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— আওয়ামী লীগের শিবলী সাদিক, বিএনপির মো. লুৎফর রহমান মিন্টু, মো. আনোয়ারুল ইসলাম, মো. শাখাওয়াত হোসেন শিল্পী ও শাহিনুর ইসলাম, জাতীয় পার্টির মো. দেলোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর আলম সিদ্দিক, গণফোরামের মো. নুরুন নবী মন্ডল, ওয়ার্কার্স পার্টির রবিন্দ্র নাথ সরেন, ন্যাপের কাজী আবু জাফর মুহম্মদ লুৎফুর রহমান চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির শাহিদা খাতুন এবং স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান ও মো. আজিজুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ছয়টি আসনে ৭৯১টি কেন্দ্রে মোট ২২ লাখ ৬ হাজার ৪৪০ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৬ হাজার ৮৬ জন ও নারী ভোটার ১১ লাখ ৩৫৪ জন।

সারাবাংলা/টিআর

একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর