Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ২


২৯ নভেম্বর ২০১৮ ১৪:২৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১৪:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। তারা চলন্ত অটোরিকশার পেছনে উঠে পর্দা কেটে যাত্রীর মালামাল ছিনতাই করে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকা থেকে তাদের ধারালো দুটি ছুরিসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুজন হল- আমান উল্লাহ হাবিব সবুজ (১৯) এবং জুয়েল (১৯)।

জুয়েলের বিরুদ্ধে তিনটি এবং সবুজের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে চারটি মামলা আছে বলে সারাবাংলাকে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

বিজ্ঞাপন

ওসি বলেন, দীর্ঘদিন তারা বাকলিয়া এলাকায় অটোরিকশার পর্দা কেটে ছিনতাই করে আসছে। বয়স বাড়লেও তারা একই পেশায় আছে। তারা নির্জন এবং ঢালু রাস্তায় অটোরিকশা টার্গেট করে। তারপর সেটির পেছনে লাফ দিয়ে উঠে দ্রুত পর্দা কেটে ভ্যানিটি ব্যাগ কিংবা অন্যান্য মালামাল নিয়ে নেমে দ্রুত সটকে পড়ে। এ এই কাজে যুক্ত থাকে তিনজন। পুরো ছিনতাই সম্পন্ন করতে সময় লাগে ৫ মিনিটের মতো। এর আগেও কয়েকবার তারা ধরা পড়েছে।

গ্রেফতার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এমএইচ

আরও পড়ুন

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

অটোরিকশা চট্টগ্রাম ছিনতাইকারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর