Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, কলেজ ছাত্র গ্রেফতার


২৯ নভেম্বর ২০১৮ ১৬:৪২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: কিশোরীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক টাকা দাবির অভিযোগে কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মো. খালেদ মাহমুদ (১৮) নামে ওই তরুণ একজন হ্যাকার বলে দাবি করেছে পুলিশ।

খালেদা মাহমুদ চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ব্যবসা শিক্ষা শাখায় এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) নগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট মোড় থেকে তাকে গ্রেফতারের কথা জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম।

তিনি সারাবাংলাকে জানান, প্রায় দুই সপ্তাহ আগে খালেদ এক কিশোরীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে আইডি ফিরিয়ে দিতে তার কাছে প্রথমে ৫০ হাজার ও পরে ২০ হাজার টাকা দাবি করেন। ১ ডিসেম্বরের মধ্যে টাকা না দিলে কিশোরীর ফেসবুকে দেওয়া ছবি ও ভিডিও ফটোশপের মাধ্যমে বিকৃত করে অশ্লীলভাবে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন খালেদ।

কিশোরীর কাছ থেকে অভিযোগ পেয়ে খালেদকে গ্রেফতার করা হয়। তারা বাবা প্রবাসী। তাদের বাড়ি লোহাগাড়া উপজেলায়। বাসা নগরীর আলকরণ এলাকায় বলে জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর।

‘খালেদ একজন হ্যাকার। সে আগেও বিভিন্নজনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে চাঁদা দাবি করেছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে।’ বলেন জাহাঙ্গীর আলম।

সারাবাংলা/আরডি/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর