Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাছাই কমিটিতে মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিল


৯ জানুয়ারি ২০১৮ ২১:০৯

স্পেশাল করেসপন্ডেন্ট

‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯’ এর সংশোধিত বিলের খসড়া যাচাই-বাছাইয়ের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ১০ম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিলটি উত্থাপন করেন।

বিলটি নিয়ে আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি বছর বিভিন্ন দুর্ঘটনায় প্রচুর মানুষ পঙ্গুত্ব হয়ে যায়। হাত-পাসহ বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের জন্য আমাদের দেশের বাইরে যেতে হয়। লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় বিদেশে চিকিৎসা নিতে। এই বিলটি পাস হলে শত শত মানুষ উপকৃত হবে।

সংসদ আলোচনায় বক্তারা বলেন, দেশের ভেতরে চিকিৎসা সেবা নিতে গেলে অসংখ্য রোগী প্রতারণার শিকার হন। তাই কেবলমাত্র সুখ্যাত হাসপাতালের জন্য অঙ্গ প্রতিস্থাপনের অনুমতি দেওয়া হোক। অথবা সরকার ট্রাস্ট প্লান্ট গঠন করতে পারে।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসাধু চিকিৎসক এবং যেসব প্রতিষ্ঠান সঠিক চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হচ্ছে- অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। বিল পাস হলে, রোগীর প্রয়োজন- সামর্থ্য সব কিছু যাচাই করে দেখবে কমিটি। তারপর রোগী অপারেশন থিয়েটারে যাবে।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর