Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি


২৯ নভেম্বর ২০১৮ ১৭:৩০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: তিন সদস্যের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে ইইউ প্রতিনিধি দলে রয়েছেন ডেভিট নোয়েল ওয়ার্ড, এটনি মারিয়া গৌনারি ও বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক।

অন্যদিকে, বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও নজরুল ইসলাম খান, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সাবিহ উদ্দিন আহমেদ।

এর আগে, বুধবার (২৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশনের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনিজ টেরিংক সাংবাদিকদের জানান, যথেষ্ট সময় ও প্রস্তুতি না থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এই নির্বাচন নিয়ে তাদের আগ্রহের প্রতিফলন হিসেবে একটি নির্বাচন বিশেষজ্ঞ দল থাকবে নির্বাচনের মাঠে।

সারাবাংলা/এজেড/টিআর

ইইউ ইইউ প্রতিনিধি দল বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর