Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিৎ’


৯ জানুয়ারি ২০১৮ ২১:৩৬

স্পেশাল করেসপন্ডেন্ট

পত্রপত্রিকায় দেখেছি মন্ত্রী সরকারি কর্মকর্তাদের বলেছেন, আপনারা সহনীয় পর্যায়ে ঘুষ খাবেন। ঘুষ খেতে না বলার নৈতিক সাহস আমার নেই। কারণ আমি ঘুষ খাই, মন্ত্রীরা ঘুষ খায়। এই বক্তব্যের জন্য মন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তাকে অবশ্যই সংসদে দাঁড়িয়ে তার মন্তব্যের জন্য ব্যাখ্যা দিতে হবে। সত্যিই তিনি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ হলে জনগণের কাছে সরকারকে বিতর্কিত না করে, উনার উচিৎ নিজের পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া।

বিজ্ঞাপন

মঙ্গলবার ১০ম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে মোট ৪৮টি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ প্রসঙ্গে আলোচানায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী এ দাবি তোলেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। একটি সফল ও সার্থক সরকারের ভাবমূর্তি কোনও দায়িত্বহীন ব্যক্তির লাগামহীন বক্তব্যে ভুলণ্ঠিত হতে পারে না।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর