Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের দুর্যোগে যুবকদের ঝাঁপিয়ে পড়ার মানসিকতা তৈরি করতে হবে’


২৯ নভেম্বর ২০১৮ ১৯:৫৮

।। সারাবাংলা ডেস্ক ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় বক্তারা বলেছেন, দেশের এক-তৃতীয়াংশ যুবককে শক্তিতে পরিণত করতে হবে। তথ্যই শক্তি এবং তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুবকরা দেশকে আরও সুন্দর করতে কাজ করবে। এর বাইরে দেশের জন্য সেবক হিসেবে যুবকদের দায়িত্ব আরও বাড়াতে হবে। দেশের প্রয়োজনে যুবকরা যেন সংগঠিত হয়ে দুর্যোগ মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে, তাদের মধ্যে সেই মানসিকতা গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে শুরু হওয়া দুদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব বক্তব্য এসেছে।

‘আমরাই গড়বো স্থিতিশীল সমাজ’ এই মূল সুরকে সামনে রেখে বিভিন্ন উপজেলা এবং নগরের বিভিন্ন যুব সংগঠনের মোট ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কারিতাস চট্টগ্রাম অঞ্চলে কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাসের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ।

অন্যান্য অতিথির মধ্যে দৈনিক প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক প্রণব বল, চট্টগ্রাম সিটি করপোরেশন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফারজানা পারভীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স নন্দনকানন কার্যালয়ের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান, জেলা যুব উন্নয়ন কার্যালয় কোতয়ালী থানা ইউনিটের কর্মকর্তা মো. জাহান উদ্দিন, উন্নয়ন সংস্থা ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা, ইয়োগা থেরাপিস্ট নাহিদ নুসরাত প্রমুখ বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এমআই

দুর্যোগে যুবকদের ঝাঁপিয়ে পড়ার মানসিকতা যুবক স্বেচ্ছাসেবক দিবস

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর