Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনীতি নয়, তরুণদের অপরাজনীতির বিমুখ হতে হবে’


২৯ নভেম্বর ২০১৮ ২১:৩৬

।। জবি করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ‘বাঙালি জাতির সব আন্দোলনে তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়েছে। আর শুধু আন্দোলন নয়, তরুণদের দেশ গড়ার কাজেও লাগাতে হবে। রাজনীতি নয়, তরুণদের অপরাজনীতির বিমুখ হতে হবে।’

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে ‘নতুন প্রজন্মের প্রত্যাশা ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম এসব কথা বলেন।

ড. শামসুল আলম বলেন, ‘আমরা এখন স্বপ্নের রাষ্ট্র গঠনের রূপান্তরকাল অতিক্রম করছি। নতুন প্রজন্মের কর্মক্ষমতা কাজে লাগানো এবং তাদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য। উন্নত প্রগতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য আবারও এই সরকারকে ক্ষমতায় আনতে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘একটি দেশের মূল চালিকা শক্তি হচ্ছে তরুণ প্রজন্ম। আমাদের দেশের তরুণরা অনেক মেধাবী ও কর্মক্ষম। তরুণদের মেধা যাতে বিপথে না ব্যয় হয়, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। তাদের মেধা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’

এসময় সেমিনারে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সদস্য সচিব ও কলামিস্ট অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ‘নতুন প্রজন্মের প্রত্যাশা ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে ও কলামিস্ট অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস উপস্থাপনায় ‘নতুন প্রজন্মের প্রত্যাশা ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক মেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কলামিস্ট মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার (অব.) এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর