Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীর চর থানার ওসি প্রত্যাহারের দাবি বিএনপির


৩০ নভেম্বর ২০১৮ ১১:২৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: সরকার দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে রাজধানীর কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকিরের প্রত্যাহার দাবি জানিয়েছে বিএনপি। ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে অমি এ দাবি জানিয়েছেন।

শুক্রবার (৩০ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বরাবর এই চিঠি দেন অমি।

চিঠিতে বলা হয়, ‘ঢাকা মহানগরীর ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে গঠিত কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির সরকার দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার করছেন, যা সিডির মাধ্যমে প্রতীয়মান। তিনি প্রায় তিন বছর ধরে কামরাঙ্গীর চর থানায় দায়িত্ব পালন করছেন। দলীয় পক্ষপাতিত্ব নিয়ে কাজ করছেন, বিধায় শাহীন ফকিরের প্রত্যাহারের জন্য আবেদন করছি।’

এর অনুলিপি পুলিশ হেডকোয়ার্টারের আইজিপি, এডিশনাল আইজিপি (প্রশাসন), ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজি বরাবরও দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এর আগে ২৭ নভেম্বর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর ২৬ নভেম্বর যৌন হয়রানির অভিযোগে নাটোর জেলা প্রশাসক গোলামুর রহমানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়াও মুন্সীগঞ্জের লৌহজং ও রংপুরের মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমএইচ

আরও পড়ুন

নারায়ণগঞ্জের এসপিকে প্রত্যাহারের নির্দেশ

‘অতি দলবাজ’ ৭০ পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চায় ঐক্যফ্রন্ট

ওসি প্রত্যাহার নির্বাচন কমিশন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর