Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এখানে জামায়াত ইসলাম নেই, সব বিএনপি’


৩০ নভেম্বর ২০১৮ ১৬:৫৬

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকাঃ ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক যারা পেয়েছেন, তারা কেউ জামায়াত নন, সব বিএনপি’— এমনটিই দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি নির্বাচর কমিশন (ইসি) সরকারের নীলনকশা বাস্তবায়নে কাজ করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থতি নিয়ে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক সংগঠন জামায়াতের জন্য ২৫টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এ ২৫টি আসনে নির্বাচন কমিশনে নিবন্ধনহীন জামায়াত ভোট করবে ধানের শীষ প্রতীকে।

বীরউত্তম জিয়াউর রহমানের দল বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক জামায়াতকে দেওয়ায় প্রশ্নের মুখে পড়েছে দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, ‘কোনো যুদ্ধপারাধীকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে না। তাছাড়া জামায়াতেও মুক্তিযোদ্ধা আছে।’

এর ২৯ ঘণ্টা পর শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতকে ধানের শীষ প্রতীক দেওয়ার বিষয়টি জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জামায়াত ইসলামের এখানে কেউ নেই। যা আছে সব বিএনপি, সব ধানের শীষ হয়েছে।’

বিজ্ঞাপন

‘বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এবং হেফাজত ইসলাম সহিংস কর্মকাণ্ড ঘটাতে পারে’—এমন উদ্বেগ প্রকাশ করে মার্কিন কংগ্রেস বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এ ব্যাপারে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই। উনারা (মার্কিন কংগ্রেস) এ বিষয়গুলো দেখেন। কিন্তু বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য তাদের যে ভূমিকা রাখা উচিত, এ ভূমিকা তারা রাখছেন না।’

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন,  ‘আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে গেছি। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি নির্বাচন কমিশন। তারা সরকারের নীল নকশা বাস্তবায়ন করছে।’

‘এমন পরিস্থিতিতে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না?’— প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা নির্বাচনে থাকার জন্যই তো এসেছি। এত কষ্ট করে চার/পাঁচ দিন এক্সারসাইজ করলাম, কাজ করলাম, কেন থাকব না?’

‘আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত জনগণ নির্বাচনে থাকবে?’— পাল্টা প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, বিএনপি ২৯৫টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি পাঁচটি আসন তারা ফাঁকা রেখেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জোটের সিনিয়র পাঁচজন নেতার জন্য এ আসনগুলো ফাঁকা রাখা হয়েছে। চূড়ান্ত মনোনয়নের সময় এগুলো ফায়সালা করা হবে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা ‘গণতন্ত্র’ থাকবে কী না, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে কী না, তা নির্ভর করবে এ নির্বাচীন প্রক্রিয়া এবং নির্বাচনের ওপর। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে একদিকে জনগণের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে, অন্যদিকে নিরপেক্ষ নির্বাচনের সম্ভবনার পথ রুদ্ধ করা হয়েছে। স্বৈরাচারি একদলীয় শাসন ব্যবস্থা পাকাপাকি করার পথ সুগম করা হয়েছে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আজ দায়িত্বশীল সব দল, ব্যক্তি, সংগঠন—সকলেই এ বিষয়ে একমত যে, বর্তমান অবস্থায় অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এটাই এখন এই মুহূর্তে জাতির সব চেয়ে বড় সংকট, সব চেয়ে বড় চ্যালেঞ্জ। এই সংকট সমাধানের জন্য আমরা বার বার সংলাপের কথা বলেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, কিন্তু কোনো সমাধান পাইনি।’

‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, বর্তমান সংসদ বাতিল, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সকল রাজবন্দির মুক্তি, মামলা প্রত্যাহার, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা এবং প্রশাসনের রদবদলের দাবি আমরা জানিয়েছিল। এই কারণে জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলের পক্ষ থেকে সাত দফা দাবি জানিয়েছি। সরকার কোনো কর্ণপাত না করে, এক তরফাভাবে তাদের পরিকল্পনা অনুযায়ী একটি প্রহসের নির্বাচন অনুষ্ঠান করতে চলেছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর