Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেনেভা চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড জিতলেন ব্র্যাকের চার শিক্ষার্থী


৩০ নভেম্বর ২০১৮ ২০:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চার সদস্যের একটি দল সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ২০১৮ সালের জেনেভা চ্যালেঞ্জ অ্যাওয়ার্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিজয়ী দলের সদস্যরা হলেন, ইমতিয়াজ, সাগুফা , সালমান ও সাচিনা।

এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয় ছিলো, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উপায় উদ্ভাবন। প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দলগুলোর ২৫৯ জন শিক্ষার্থী মোট ৬৬টি প্রজেক্ট উপস্থাপন করেন। সেসবের মধ্য থেকে নির্বাচিত প্রজেক্টগুলোকে পুরস্কার দেওয়া হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের দলটি মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে ‘অ্যা স্টেপ টুওয়ার্ডস সাস্টেনঅ্যাবল ইকোলজি: গ্রিন আরবানাইজেশন’ প্রকল্পের জন্য এশিয়া অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছিল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ও জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এইচ ই এম শামীম আহসান। তিনি বিজয়ী দলকে অভিনন্দন জানান।

সারাবাংলা/এনএইচ

আন্তর্জাতিক প্রতিযোগিতা ব্র্যাক বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর