Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবকাশকালীন চেম্বার আদালত


৩০ নভেম্বর ২০১৭ ১৪:০৮

সারাবাংলা প্রতিবেদক

ঢাকা: সুপ্রিমকোর্টের উভয় বিভাগে আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া অবকাশকালীন ছুটিতে চেম্বার আদালতের বিচার কাজ পরিচালনার জন্য বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে মনোনিত করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

বৃস্পতিবার এ সংক্রান্ত একটি নোটিশ সুপ্রিমকোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ নাজমুল আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির কার্যভার পালনরত মাননীয় বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা মহোদয় আগামী ১৭/১২/২০১৭ থেকে ০১/০১/২০১৮ তারিখ পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটিসহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবকাশকালে আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারপতি হিসেবে বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে মনোনীত করেছেন।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার আগামী ২১ ডিসেম্বর ও ২৭ ডিসেম্বর চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

উল্লেখ্য প্রতিবছর ডিসেম্বর মাসে সুপ্রিমকোর্টের উভয় বিভাগ শীতকালীন ছুটিতে থাকে। তারই আলোকে আগামী ১৫ ডিসেম্বর শুক্রবার থেকে ৩১ ডিসেম্বর পর‌্যন্ত সুপ্রিমকোর্ট শীতকালীন অবকাশ থাকবে। এ সময়ে জরুরী মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন কোর্ট নির্ধারিত করে দেন প্রধান বিচারপতি।

সারাবাংলা/এজেকে/আরসি /নভেম্বর ৩০,২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর