Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করেছে সরকার’


১ ডিসেম্বর ২০১৮ ১৪:২৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপির বিরুদ্ধে সরকার সাইবার যুদ্ধ শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয় অর্থে বিএনপির বিরুদ্ধে কুৎসিত সাইবার যুদ্ধ শুরু করেছে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বাধাদান এবং বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারে লিপ্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের ভয়ংকর প্রোপাগাণ্ডায় সয়লাব।’

তিনি বলেন, ‘ফেসবুক, ইউটিউব, টুইটারে ছড়িয়ে দিচ্ছে বিদ্বেষমূলক নানা সুপার ইমপোজ করা ছবি, টেম্পারড নকল অডিও-ভিডিও। মুলত, এইসব নির্জলা মিথ্যাচার, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অশ্লীল রুচিহীন প্রোপাগাণ্ডা চালিয়ে তাদের দশ বছরের গুম-খুন-অত্যাচার-নিপীড়ন-জেল-জুলুম-সর্বগ্রাসী লুটপাট ও দু:শাসন থেকে ভোটারদের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে।’

এ কাজে অর্ধ শতাধিক অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘নামে-বেনামে ভুয়া আইডি’র ফেসবুকে প্রতিদিন হাজার হাজার ডলার ব্যয় করে প্রমোশন বুস্ট করছে। আওয়ামী লীগের এইসব প্রোপাগাণ্ডা অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপের মধ্যে রয়েছে বাংলা ইনসাইডার, বাংলা নিউজ পোস্ট, আমাদের রাজনীতি, চিরায়ত বাংলাদেশ, নিউজ ফর অল, ছবির মত দেশ, বাংলাদেশী ভাইরাল ভিডিও, চেয়ারম্যান সাব, গেরিলা ৭১, শোন হে বাঙালী, সাইবার ফোর্স ৭১, রক্ত ঋণ একাত্তর, বঙ্গবন্ধু সাইবার ফোর্স, বঙ্গবন্ধু ডিজিটাল ব্রিগেড, আওয়ামী সাইবার ব্রিগেড, আম জনতা, ভোরের পাতা, গুজবে কান দিবেন না, মোহাম্মদ এ আরাফাত প্রভৃতি।’

বিজ্ঞাপন

‘প্রধানমন্ত্রীর অত্যন্ত আপনজনদের নামেও সাইবার ওয়েবসাইট খুলে অবান্তর, কাল্পনিক, উদ্ভট অপপ্রচার চালাতে হিসেববিহীন অর্থ ব্যয় করছে আওয়ামী লীগ’— বলেন রিজভী।

তিনি বলেন, ‘বিএনপির নেতাদের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রোপাগাণ্ডার কেন্দ্রীয় প্রতিষ্ঠান হলো আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি অফিসে স্থাপিত-‘সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন-সিআরআই’। যার চেয়ারম্যান এবং হেড অফ স্ট্রাটেজি অ্যান্ড প্রোগ্রামার ট্রাষ্টি প্রধানমন্ত্রীর আপনজনরা।’

গত ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম তাদের নেতাকর্মীদেরকে ফেসবুকে ভুয়া আইডি খুলে সাইবার যুদ্ধে নামার পরামর্শ দেন বলে অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, ‘ওই সভায় এইচ টি ইমাম বলেন, আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংঘাতিক লড়াই হবে। এ লড়াই শুধু প্রতিহত করা নয়, স্বাধীনতাবিরোধী শক্তিকে ধ্বংস করতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নামে-বেনামে ভুয়া আইডি খুলুন। আপনাদের নাতি-নাতনিদের নামে-বেনামে একটার জায়গায় ১০টা কেন, প্রয়োজনে একশটা ফেসবুক আইডি খুলতে বলুন।’

‘এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা বেশুমার ফেক আইডি খুলে বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সংঘবদ্ধ মিথ্যাচার চালাচ্ছে’— অভিযোগ রিজভীর।

সারাবাংলা/এজেড/জেএএম

বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর