Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাবলীগের দু’পক্ষের সংঘর্ষে বিমানবন্দর সড়কে তীব্র যানজট


১ ডিসেম্বর ২০১৮ ১৫:৩৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : তাবলীগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষের কারণে বন্ধ হয়ে গেছে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টঙ্গী এলাকার যান চলাচল। ফলে প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বিশেষ করে যাদের বিভিন্ন ফ্লাইটে দেশের বাইরে যাওয়ার কথা বা যারা বিমানবন্দর রেল স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে যাবেন তারা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। এসব যাত্রীদের যানজটে আটকা পড়া যানবাহন থেকে নেমে মালপত্র নিয়ে হেঁটেই রওনা দিতে দেখা গেছে।

পুরো বিমানবন্দর এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। পুলিশি বাঁধার কারণে বিমানবন্দর ওভারব্রিজের পর আর মূল শহরের দিকে এগোতে পারেননি বিক্ষুব্ধ তাবলীগ জামায়াত সদস্যরা। ফলে সেখানে মূল সড়কের ওপরই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। দুপুরের দিকে বিমানবন্দরের সামনের সড়ক ছেড়ে দিয়ে রাস্তার উল্টোদিকের রাস্তা আটকে বিক্ষোভ শুরু হয়। ফলে এসময় একদিনের সড়কে কিছু যান চলাচল শুরু হয়। তবে সেখানে রয়েছে তীব্র যানজট।

ইজতেমা ময়দানে মুসল্লিদের দুইপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

এর আগে শনিবার (১ ডিসেম্বর) সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় দুপক্ষের সংঘর্ষে ইজতেমা ময়দান রণক্ষেত্রে পরিণত হয়। আহত হয়েছেন শতাধিক মুসল্লি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৩০ নভেম্বর) থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার ঘোষণা দিলে মাওলানা জোবায়েরপন্থীরা এর বিরোধিতা করেন এবং জোড় ইজতেমা প্রতিহতের ঘোষণা দেন। এর আগেই মাওলানা জোবায়ের আহমেদের সমর্থকরা ইজতেমা ময়দানে অবস্থান নেন। সকালে মাওলানা সাদপন্থীরা ইজতেমা ময়দানে গেলে ময়দানের প্রতিটি গেটে তালাবদ্ধ দেখতে পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে সাদপন্থীরা ময়দানে ঢোকার চেষ্টা করলে উভয়পক্ষের মুসল্লিদের মধ্যে সংঘর্ষ বাধে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

তাবলীগ জামায়াত বিমানবন্দর সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর