Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউ হাসপাতালের পেছন থেকে লাশ উদ্ধার


১ ডিসেম্বর ২০১৮ ১৮:২১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডি-ব্লকের পেছন থেকে সায়মন মাহবুব (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী জানান, দুপুরে খবর পেয়ে হাসপাতালের ডি-ব্লকের পেছনের রাস্তা থেক মৃতদেহ উদ্ধার করি। নিহতের বাড়ি ঢাকার দোহারে। বর্তমানে মিরপুর এলাকায় থাকতেন। তিনি চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন। এর আগেও চিকিৎসা নিয়েছেন।

উপ-পরিদর্শক আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, হাসপাতালের কোনো ভবনের ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তিনি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর