Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যন্ত্র দিয়ে নির্বাচন নিয়ন্ত্রণ করবে সরকার, সন্দেহ বিএনপির


১ ডিসেম্বর ২০১৮ ১৮:২৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। স্মারকলিপিতে বলা হয়েছে, সরকার যন্ত্র (ইভিএম) দিয়ে নির্বাচন করতে পারে বলে বিএনপি সন্দেহ করছে।

শনিবার (১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে ও সিইসির কাছে পাঠানোর জন্য পৃথক দুটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। আরেকটি স্মারকলিপিতে ওই আসনের সম্ভাব্য প্রার্থী নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেনসহ তিন নেতার মুক্তির দাবিতেও স্মারকলিপি দিয়েছে দলটি।

ইভিএম বিষয়ে স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশে কেন ইভিএম ব্যবহারের তোড়জোড় শুরু হয়েছে, তা নিয়ে সন্দেহ আছে। স্থানীয় সরকার নির্বাচনে স্বল্প পরিসরে যে ইভিএম ব্যবহার হয়েছে তাতে কোনো জায়গায় ইভিএম কখনও কখনও বন্ধ হয়ে গেছে। একজনের ভোট আরেকজন দিয়েছে। কোথাও ইভিএম বাদ দিয়ে ব্যালট পেপারেও ভোটগ্রহণ করতে হয়েছে।

চট্টগ্রাম-৯ আসনের ১৪টি ওয়ার্ডে নির্বাচন কমিশনের ৬০ থেকে ৭০ ভাগ স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। এখনও সব ভোটারের হাতে স্মার্ট কার্ড পৌঁছেনি।

স্মারকলিপিতে বলা হয়েছে, বিএনপি সন্দেহ করছে- মানুষ দিয়ে জাতীয় নির্বাচন নিয়ন্ত্রণ সম্ভব নয় বুঝতে পেরে যন্ত্র দিয়ে নির্বাচন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার।

এ ছাড়া কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের মুক্তি চেয়ে আলাদা স্মারকলিপি দেওয়া হয়েছে।

নগরীর লাভ লেইনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার ও সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী এবং সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী ছিলেন।

সারাবাংলা/আরডি/এমআই

বিএনপির স্মারকলিপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর