Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুই-একটা সিট বেশি দেওয়া যায় না ফখরুল সাহেব?’


১ ডিসেম্বর ২০১৮ ২০:৩১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পত্রিকায় পড়লাম আমাদের বন্ধু, প্রতিপক্ষ মির্জা ফখরুল সাহেব বলেছেন, আওয়ামী লীগ না কি নির্বাচনে ৩০ সিট (আসন) পাবে, তিনি এ ভবিষ্যত বাণী করেছেন। দুই-একটা সিট বেশি দেওয়া যায় না ফখরুল সাহেব? ৩০ সিটের একটু বেশি দেন না- অসুবিধা কী?

শনিবার (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জনগণের রায় তারা জানলো কী করে প্রশ্ন রেখে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যে কাজ করেছি, আমারতো মনে হয় আমরা ২৩০টা সিট পাব। ভুল বলেছেন তিনি, ২৩০টি সিট পাওয়ার কথা আমাদের। তবুও আমি বলতে চাইনি এ কথা। কারণ, এগুলো জনগণের ওপর নীর্ভর করে।

মির্জা ফখরুলের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, অন্যকে ছোট করবেন না। জনগণের রায় নিজেরা দিয়ে দেবেন না, এটা গণতন্ত্রের ভাষা নয়। আমি শুধু বলব, এ ধরনের কথা বলবেন না, অহেতুক এসব কথা বলে হুমকি-ধামকি দিয়ে লাভ হবে না। নির্বাচন হচ্ছে, ৩০ ডিসেম্বর হবে। জনগণ যে রায় দেবে সে রায় আমরা মেনে নেব- জনগণের রায় অনুযায়ী দেশ পরিচালিত হবে।

তিনি আরও বলেন, আমি শুধু বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের জন্য কাজ যদি আমরা করে থাকি, তাহলে তার নেতৃত্বে আবারও জনগণের জন্য সরকার গঠন করতে পারব।

সারাবাংলা/জেএ/এটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর