Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ট্রাক উল্টে ৩ শ্রমিকের মৃত্যু


২ ডিসেম্বর ২০১৮ ০৮:৫৯ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৮ ১০:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

পাবনা: পাবনার সদর উপজেলায় কাঠের গুঁড়িভর্তি ট্রাক উল্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলায় নুরপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন, পাবনা জেলার চাটমোহর বালুদিয়া গ্রামের আলী আশরাফের ছেলে শাহিন আলম (৫০), একই উপজেলার আটলঙ্কা নতুনপাড়া গ্রামের অম্বর আলীর ছেলে আহমেদ আলী (৪৮) এবং কচুগাড়ি গ্রামের শাহিনের ছেলে রবিউল (৪৫)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, কাঠের গুঁড়িভর্তি ট্রাকটি গাছপাড়া থেকে বাস টার্মিনাল এলাকায় যাচ্ছিল। উপজেলায় নুরপুর বাইপাস এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। এ সময় আহত হয়েছেন একজন শ্রমিক। তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর পরই চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

পাবনায় ৪৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

পাবনায় বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ট্রাক দুর্ঘটনা ট্রাক শ্রমিক পাবনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর