Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২০ মামলার আসামির মৃত্যু


২ ডিসেম্বর ২০১৮ ০৯:৩১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শহীদনগরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাসান (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। র‌্যাব জানিয়েছে হাসান ২০ মামলার আসামি ও মাদক বিক্রেতা।

রোববার (২ ডিসেম্বর) ভোরে শহীদনগরের আলআমিন নগরে এই ঘটনা ঘটেছে।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন জানান, রোববার ভোর ৪টার দিকে শহীদনগরের জিয়ারা আলামিন নগরের একটি বাসায় র‌্যাব অভিযান চালায়। এই সময় দরজা খোলার জন্য টোকা দিলে ভেতর থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

মৃত হাসান দেওভোগ এলাকার মৃত ইয়াসিন ভুইয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক, মারামারি-সন্ত্রাসী কার্যক্রমসহ ২০টি মামলা রয়েছে। প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সারাবাংলা/এমএইচ

নারায়ণগঞ্জ বন্দুকযুদ্ধ মাদক বিক্রেতা মাদক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর