ফেনী-১, বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল
২ ডিসেম্বর ২০১৮ ১১:৫৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ফেনী: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) ও বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
আরও পড়ুন: ফেনী-১ আসনে খালেদা জিয়াসহ ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়।
গত ২৮ নভেম্বর ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, আবদুল লতিফ জনি, মো. আবু তালেব।
আরও পড়ুন: সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না: আপিল বিভাগ
এসময় খালেদা জিয়ার পরিবারের সদস্য মো. শাহজাহান মজুমদার এবং ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বগুড়া-৬ আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন খালেদা জিয়া।
এবার জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার জন্য তিন আসনে মনোনয়ন কেনা হয়। ওই তিন আসন হলো ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭।
সারাবাংলা/এমএইচ/একে
আরও পড়ুন
‘ইউটার্নের সুযোগ’ নিতেই খালেদার জন্য ৩ ফরম!