আমানুল্লাহ আমান ও গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল
২ ডিসেম্বর ২০১৮ ১৪:৩৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও বিএনপিতে সদ্য যোগ দেওয়া আ. লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
রোববার (২ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে এই মনোনয়নপত্র বাতিল করা হয়।
ঢাকা-৭ আসনে বিএনপি প্রার্থী নাসিমা আক্তারের মনোনয়ন বাতিল করা হয়েছে। ঢাকা-৯ আসনে ঋণ খেলাপির দায়ে আফরোজা আব্বাসের মনোনয়ন স্থগিত হয়েছে।
হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল করা হয়েছে।
ঢাকা-১ আসনে বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ঢাকা-১ আসনে বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা, খন্দকার আবু আশফাক ও ফাহিমা হোসেন জুবলী মনোনয়ন জমা দিয়েছিলেন। এই তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ঢাকা-২ আসনে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঢাকা-১৯ আসনে বিএনপি প্রার্থী কফিল উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সারাবাংলা/এআই/একে