ঋণ খেলাপী: বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল
২ ডিসেম্বর ২০১৮ ১৫:১৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপির অভিযোগে ঐক্যফ্রন্টের এ নেতার মনোনয়নপত্র বাতিল করা হয়।
রোববার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম এ মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
এদিকে মনোনয়নপত্র বাতিল বিষয়ে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম আপিল করবেন বলে জানিয়েছেন।
ঋণ খেলাপীর দায়ে টাঙ্গাইল ১ আসনে বিএপির প্রার্থী ফকির মাহাবুব আনাম স্বপন ও টাঙ্গাইল ৬ আসনে বিএপির প্রার্থী নুর মোহাম্মদ খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এ ছাড়া যাদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে, তারা হলেন টাঙ্গাইল ৩ আসনে মো. চাঁন মিয়া (এনপিপি),আতাউর রহমান খান (বিএনএফ), টাঙ্গাইল ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. বাকির আলী ও আবুল কাশেম, টাঙ্গাইল ৬ আসনে মো. সুলতান মাহমুদ (বিএনএফ), মামুনুর রহমান (এনপিপি), টাঙ্গাইল-৭ আসনে মজিবর রহমান (খেলাফত মজলিস), টাঙ্গাইল- ৮ আসনে আশরাফ সিদ্দিকী (জাতীয় পার্টি), স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদুল ইসলাম, আব্দুল লতিফ (খেলাফত মজলিস)।
সারাবাংলা/এমএইচ