Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ১৩ মামলার আসামি মহিউদ্দিন অস্ত্রসহ গ্রেফতার


২ ডিসেম্বর ২০১৮ ১৫:৫০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ১৩টি মামলার আসামি মো. মহিউদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসব মামলার মধ্যে ১১টিই অস্ত্র আইনে দায়ের হওয়া মামলা।

রোববার (২ ডিসেম্বর) ভোরে নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে আবারও অস্ত্রসহ মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। তার কাছে পাওয়া যায় একটি এলজি ও ২টি কার্তুজ।

কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত মহিউদ্দিন নগরীর বদরপাতি এলাকার মৃত হাজী নুরুল ইসলামের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে জানান, সিনেমা প্যালেস এলাকায় একটি টেবিল ফ্যানের কার্টন নিয়ে মহিউদ্দিন হেঁটে যাচ্ছিল। এ সময় পুলিশ তাকে থামতে বললে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে এবং ফ্যানের কার্টনের ভেতর থেকে অস্ত্র পাওয়া যায়। তবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে মহিউদ্দিন পায়ে আঘাত পেয়েছে।

অস্ত্র মামলা ছাড়া মহিউদ্দিনের বিরুদ্ধে থাকা বাকি মামলাগুলোর ১টি মারামারি এবং আরেকটি নারী নির্যাতন দমন আইনে দায়ের হওয়া।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর