Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেক্সাসে স্ত্রীর পাশেই সমাহিত করা হবে জর্জ বুশ সিনিয়রকে


২ ডিসেম্বর ২০১৮ ১৯:৩১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের মৃত্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে সিনিয়র বুশকে শ্রদ্ধা জানাবেন মার্কিনিরা। এছাড়া, দেশটির পতাকা ৩০ দিন অর্ধনমিত করে রাখা হবে। খবর বিবিসি।

৯৪ বছর বয়সে গত শুক্রবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০.১০ মিনিটে মৃত্যু হয় এইচডব্লিউ বুশের। চলতি বছর এপ্রিলে রক্তে সংক্রমণ ধরা পড়ার পর হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। বুশ পার্কিংসন রোগে ভুগছিলেন।

সোমবার (৩ ডিসেম্বর) হাউজ ও সিনেট সদস্যদের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসিতে আনা হবে। এরপর বুধবার সকাল পর্যন্ত সাধারণ জনগণ বুশের প্রতি ফুলেল ভালোবাসা জানাবেন। এছাড়া, ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রেলে প্রেসিডেন্ট ট্রাম্প সাবেক এই প্রেসিডেন্টের স্মৃতিকে স্মরণ করবেন।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ভালোবাসা নিবেদনের জন্য জন্য সাবেক এই প্রেসিডেন্টের মরদেহ রাখা হবে সেন্ট মার্টিনস এপিস্কোপাল চার্চে। সেখান থেকে মরদেহ মোটরশোভাযাত্রায় নিয়ে যাওয়া হবে টেক্সাসের জর্জ এইচডব্লিউ বুশ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে।

সেখানেই স্ত্রী বারবারা বুশের পাশেই তাকে সমাহিত করা হবে। বারবারা সাত মাস আগে মৃত্যুবরণ করেন।

বুশ ১৯৮৯-১৯৯৩ মেয়াদে আমেরিকার ৪১তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার ছেলে ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ পিতার মৃত্যুতে দেওয়া এক বিবৃতিতে তার পিতাকে সর্বোচ্চ চারিত্রিক গুণের অধিকারী একজন মানুষ ও কোন পুত্র বা কন্যার জন্য সর্বশ্রেষ্ঠ পিতা বলে বর্ণনা করেন।

বিজ্ঞাপন

বুশ পরিবারের পক্ষ থেকে বলা হয় জর্জ বুশের অন্ত্যেষ্টিক্রিয়ার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

সারাবাংলা/এনএইচ

অন্ত্যেষ্টিক্রিয়া জর্জ বুশ সিনিয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর