প্রজনন স্বাস্থ্য নিয়ে বাপসার গোলটেবিল আলোচনা
২ ডিসেম্বর ২০১৮ ২১:০২
।। সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা: যৌন, প্রজনন স্বাস্থ্য সেবা ও শিক্ষা টেকসই করতে শিক্ষক-অভিভাবকসহ শিক্ষার্থীদের মতামত বিষয়ক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত করেছে অ্যাসেসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবরশন বাংলাদেশ (বাপসা)।
রোববার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সেন্টার ফর কমুনিকেশন প্রোগ্রামে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
গোলটেবিলে কিশোর-কিশোরীদের জন্য প্রজনন, স্বাস্থ্য-শিক্ষা ও সেবার অনুকূল পরিবেশ হিসাবে বাপসা যুববান্ধব সেবা কেন্দ্রের (মনের জানালা) সেবারসমূহের একটি প্রতিবেদন উপস্থাপন করেন শামীমা আক্তার চৌধুরী।
গোল টেবিল আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাপসার নির্বাহী পরিচালক আলতাব হোসেন। আলোচনা সঞ্চালনা করেন ডেইলি সানের সিনিয়র রিপোর্টার তারিক হাসান শাহরিয়ার।
আলোচনার প্রেক্ষিতে কিশোর কিশোরী ও যুব সমাজের মনঃস্তাত্বিক দিক নিয়ে পর্যালোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুলতানা আলগিন।
অনুষ্ঠানে প্রজনন স্বাস্থ্যগত দিক নিয়ে পর্যালোচনা করেন বাপসার মেডিকেল অফিসার ডা. নাহিদ সুলতানা। গোলটেবিল আলোচনার সমাপ্ত ঘোষণা করেন বাপসার পরিচালক হেদায়েত উল্লাহ ভূঁইয়া। মুক্ত আলোচনায় কিশোর-কিশোরী, শিক্ষক, অভিভাবকসহ গণমাধ্যমকর্মী অংশগ্রহণ নেন।
সারাবাংলা/এমও